বিশ্বনাথ প্রতিনিধি :: ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শনিবার দুপুরে দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে লুনাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তিনি অনেকটা সুস্থবোধ করছেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. মনোয়ারা আনিসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। আগে থেকে লুনা হৃদরোগজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। লুনা তার সুস্থতার জন্য দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন।
Sharing is caring!