সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর বনকলাপাড়ায় বাসা নির্মাণে বাঁধা দিয়ে চাঁদা দাবি করে হামলার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করেন এসএমপির এয়ারপোর্ট থানায় গত (২৭ জানুয়ারি) মামলা দায়ের করা হয়। এজাহার দায়ের করেন নির্মাণাধীন বাসার মালিক মো. মুজিবুর রহমান। তিনি ওই এলাকার নুরানী মনসুর ভিলা ১০৫/১ নং মৃত মো বাহরাম উদ্দিনের পুত্র।
এজাহারে তিনি উল্লেখ করেন- গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি রাজমিস্ত্রি আব্দুল মালেকের সাথে বিল্ডিং নির্মাণের ব্যাপারে আলোচনা করছিলেন। এসময় মামলার আসামী দুদু মিয়া, মো. হাসেম, শহীদ নুর, মো. মঈন সহ অজ্ঞাত আরো ২/৩ জন মুজিবুর রহমানের বাড়িতে এসে তার নাম ধরে ডাকাডাকি করতে থাকে। তাদের ডাক শুনে মুজিবুর রহমান ও স্ত্রী-সন্তানরা বাড়ি থেকে বেরিয়ে আসলে আসামীরা বাড়ি নির্মাণ করতে হলে তাদেরকে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে- এ দাবি করে। মুজিবুর রহমান চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে দুদু মিয়ার নেতৃত্বে অপর আসামীরা দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে হামলা করে। হামলায় মুজিবুর রহমানসহ তার স্ত্রী গুরুতর আহত হন। তারা ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরদিন ২৭ জানুয়ারি তারা বাসায় গেলে আবারও চাঁদাবাজরা এসে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের গুম করে হত্যা করে ফেলার হুমকি দেয়। এসময় মুজিবুর রহমান র্যাব-৯ কে খবর দেন। খবর পেয়ে র্যাব-৯ এর ইনচার্জ মো. আয়নাল হক ঘটনাস্থলে আসেন।
র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। পালানোর সময় দুদু মিয়াকে র্যাব-৯ আটক করে। চাঁদাবাজির এ ঘটনায় আটক দুদু মিয়া সহ আরো ৩ জনের নাম উল্লেখ ও ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে এজাহার দায়ের করেন মুজিবুর রহমান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd