সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯
সিলেট :: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি এর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ রবিবার এই বৈঠক শেষে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ ও বাংলাদেশ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচন হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানান ইয়াং হি লি।
আগামীকাল সোমবার (২১ জানুয়ারি) কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন তিনি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে শনিবার (১৯ জানয়ারি) ছয়দিনের সফরে ঢাকায় এসেছেন। তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশ সফরে আসেন। থাইল্যান্ডেও রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জাতিসংঘের বিশেষ এ দূত।
বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইয়াংহি লি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd