তেমুখী বাইপাসে পাথর বাহী ৫টি ট্রাকে ডাকাতি-লুটপাট, আহত ১০

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯

তেমুখী বাইপাসে পাথর বাহী ৫টি ট্রাকে ডাকাতি-লুটপাট, আহত ১০

ক্রাইম সিলেট ডেস্ক : তেমুখী বাইপাস অনন্তপুর এলাকায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ৫টি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ট্রাক চালক ও হেলপাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেয় উক্ত ডাকাত দল। ১৬ জানুয়ারি রাত প্রায় ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন।

১৭ জানুয়ারি ট্রাক চালক মোগলাবাজারের রাউতকান্দি গ্রামের আব্দুর রউফের ছেলে কয়েছ আহমদ জালালাবাদ থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

এতে তিনি উলে­খ করেন ১৬ জানুয়ারি ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা পাথরবাহী ৫টি ট্রাক তেমুখী বাইপাস এলাকায় পৌছামাত্র পূর্বক থেকে ওঁৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ ডাকাত দল সড়কে সিএনজি-অটোরিক্সা দাঁড় করিয়ে ট্রাকগুলোর গতিরোধ করে। পরে ট্রাকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। সন্ত্রাসীদের ইট-পাটকেল নিক্ষেপের ফলে গাড়ীগগুলোর গ্লাস, লাইট, কেবিন ইত্যাদি ভেঙ্গে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। সন্ত্রাসীরা এসময় গাড়ী থেকে চালক ও হেলপারদের টেনে হেঁচড়ে নামিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এতে তারা আহত হলে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ত্রাসীরা গাড়ী চালকদের কাছে থাকা ১ লাখ ৮৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আক্রান্ত গাড়ীগুলোর নম্বর হচ্ছে ঢাকা মেট্রো-ট-১৮-৮৫৭১, ঢাকা মেট্রো-ট-২০-৪০৩২, ঢাকা মেট্রো-ট-২২-১৮৬৯, ঢাকা মেট্রো-ট-১৮-৯৭৫৮, ঢাকা মেট্রো-ট-১৮-৮০৫৮।

ট্রাক চালক ও হেলপারদের উপর সন্ত্রাসী হামলা ও ট্রাকে ডাকাতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৪১৮ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ও সিলেট জেলা ট্রাক পিকআপ ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২১৫৯ এর কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি হাসমত আলী হাসু। তারা এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার মাধ্যমে ন্যায্য দাবি আদায় করা হবে।

এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুন-অর-রশীদের সাথে বৃহস্পতিবার ৬টা ৫০ মিনিটের সময় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..