গোয়াইনঘাটে ভাইস-চেয়ারম্যান পদে লড়তে চান সাবেক পাঁচ ছাত্র নেতা

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

গোয়াইনঘাটে ভাইস-চেয়ারম্যান পদে লড়তে চান সাবেক পাঁচ ছাত্র নেতা

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের অন্যতম বৃহৎ উপজেলা গোয়াইনঘাট। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিশাল এ উপজেলায় নিজেকে ভাইস-চেয়ারম্যান পদে অদিষ্টিত করতে নানা কর্মকান্ড পরিচালনা করছেন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। দেশের অন্যতম বৃহৎ দূ’টি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গোয়াইনঘাট ও সিলেট শাখার সাবেক ও বর্তমান ছাত্রনেতারা রয়েছে সাধারন মানুষের আলোচনায়। বর্তমানে সর্বস্বানে নবীনদের জয়জয়কার ধ্বনি বহমান। এরই আলোকে সাধারণ মানুষ নবীনদের হাতে নেতৃত্ব তুলে দিতে চান।

সমাগত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ছাত্র নেতাদের মধ্যে আলোচনায় রয়েছেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক ভার-প্রাপ্ত সভাপতি ও উপজেলা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক এড,শাহজাহান সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান প্রয়াত নজরুল ইসলামের পূত্র কামরুল হাসান,সিলেট এমসি কলেজ ছাত্রলীগের দায়িত্ব প্রাপ্ত নেতা ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা প্রয়াত এম,এ,হান্নানের ভাতিজা দেলওয়ার হোসেন,উপজেলা তরুণ প্রজন্ম দলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক,জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালেহ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও তামাবিল স্হল বন্দর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা কামরুল হাসান এ প্রতিবেদককে জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলাম। কিন্তু দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাড়াই। এ ছাড়া বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ভাইস-চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হলে ইনশাল্লাহ নির্বাচন করবো। উপজেলা ছাত্রদলের সাবেক ভার-প্রাপ্ত সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী বলেন আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে নির্বাচন করে জয়ী হবো ইনশাল্লাহ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..