সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট-৪ আসনের সংসদ সদস্য, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন সিলেট-৪ আসনের কোম্পানিগঞ্জ,গোয়াইনঘাট ও জৈন্তাপুর এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। দেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত ১১টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিগত ১০টি জাতীয় সংসদ নির্বাচনে গোয়াইনঘাট,কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার মানুষ নির্বাচনকে ঘিরে কোন ধরনের সহিংসতায় কোন সম্পৃক্ততা ছিলনা। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোম্পানিঞ্জ ও জৈন্তাপুর উপজেলার মানুষ বিপুল উৎসাহ ও উদ্বিপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করে। অপরদিকে গোয়াইনঘাট উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে বিএনপি,জামায়াত নেতাকর্মী ও সমর্থক সম্মিলিতভাবে ভোট কেন্দ্র খলের অপচেষ্টা চালায়। এসময় আওয়ামীলীগ অঙ্গ-সংগঠনের নেতাকর্মী শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের চেষ্টা করলে বিএনপি,জামায়াত কর্মীরা আওয়ামীলীগ নেতাকর্মী ও সমর্থকরে উপর বর্বর হামলা চালিয়েছে। এতে গোয়াইনঘাট উপজেলার কামাই ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সুশান্ত সেখর, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পংকজ চৌধুরী, তাজ উদ্দিন, ইউ/পি মহিলা সদস্যা জলি রানী,যুবলীগ নেতা হারুনুর রশীদ, জগদীশ াস, পোলিং অফিসার সামিমা আক্তার, নয়ামাটি ভোট কেন্দ্রে মুজেফর আলী,সুরত মিয়া, ইমরান আহম,কামরান আহমদ,ফারুক আহমদ,হাজেরা বেগম,আনোয়ার, লামাদুমকা ভোট কেন্দ্রে বাবর হোসেন বাবুল, মুজম্মিল আলী, সাহাব উদ্দিন,সিরাজ উদ্দিন,সাদিক,নজরুল ইসলাম,আছমা,শিশু কন্যা ফাইজা, ক্ষিন প্রতাপপুর শাহ আলম মিয়া, উসমান গণি স্বপন,সেলিম আহম হেলিম, দেলোয়ার হোসেন,বিছনাকান্দি বিকাশ দেব নাথ, হেলাল উদ্দিন, নজরুল ইসলাম,গীতা রানী নাথ,পাইকরাজ ভোট কেন্দ্রে নাছির উদ্দিন,শাহ্জাহান,মুহিবুর রহমান,কালা মিয়া,শাহ্জাহান কালা,গিয়াস উদ্দিন,কুতুব উদ্দিন, আফিয়া বেগম,রাইমা বেগম,গোরাগ্রাম ভোট কেন্দ্রে মুছব্বির আলী,আজমত আলী, আব্দুর রহিম, আব্দুন নুরসহ শতাধিক সরকারী কর্মকর্তা,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সাধারণ সমর্থকদের উপর বর্বরচিত হামলা হয়। এমন নেক্ষ্যারজনক ঘটনায় কয়েকজন গুরুত্বর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
(৩০ ডিসেম্বর) নির্বাচনের দিন বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেখতে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও নব নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদ। তিনি সোমবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে আহতদের সবাইকে দেখেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে সিলেটে ওসমানী মেডিকেল কলেজের উদ্দেশ্যে গোয়াইনঘাট ত্যাগ করেন। এ সময় তিনি নির্বাচনীর সহিংসতায় আহত আওয়ামীলীগ নেতাদের ধৈর্য ধারণ করতে পরামর্শ দেন এবং থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল জলিলকে ন্যক্ষারজনক হামলার ঘটনায় জড়িত অপরাধীদের ্রæত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশও নে। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, এ.এস.পি গোয়াইনঘাট সার্কেল নজরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকতা ডা. রেহান উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালসহ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd