সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮
কমলগঞ্জ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রবিবার সকাল ১০টা থেকে উপজেলার ৭২টি ভোট কেন্দ্রের অধিকাংশ কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেন আওয়ামী লীগ প্রার্থী, এজেন্ট ও নেতাকর্মীরা।
বিএনপির এজেন্টদের মারধেরের পর কেন্দ্র থেকে বের করে ভোট কেন্দের দখল দিয়ে নিজেরাই নৌকা প্রতীকে সিল মারেন বলে ভোটার ও বিএনপি এজেন্টরা অভিযোগ করেন। কমলগঞ্জে দুটি কেন্দ্র এলাকায় ধানের শীষ ও নৌকা প্রতীকের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়।
কনকনে শীত ও কুয়াশার মাঝে ভোটাররা কেন্দ্রগুলিতে আসতে থাকলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছিল। সকাল সাড়ে ৯টায় এ আসনের আওয়ামীলীগের প্রার্থী বর্তমান সাংসদ এম এ শহীদ গ্রামের বাড়ি সিদ্ধ্শ্বেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোট প্রদান করে একে একে ভোট কেন্দ্র পরিদর্শণ করেন। সকাল পৌণে ১০টায় রহিমপুর ইউনিয়নের প্রতাপী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শণকালে তিনি এ কেন্দ্রের ধানের শীষের এজেন্ট মতিউর রহমানকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এরপর থেকে আওয়ামী নেতাকর্মীরা এ কেন্দ্রে প্রবেশ করে নারী পুরুষ ভোটারদের তাড়িয়ে সে কেন্দ্রে নিজেরাই ভোট দিয়ে দেয়।
প্রতাপী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পিসাইডিং অফিসার তমাল তরু দাস বলেন, এ সম্পর্কে তিনি কোন কথা বলবেন না।
এভাবে ঘটনা ঘটে মুন্সীবাজার ইউনিয়নের রামপুর কেন্দ্র, শমশেরনগর ইউনিয়নের রাধানগর, শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, শিংরাউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গকুলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়, কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, গোবর্ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধবপুর উচ্চ বিদ্যালয়, পাত্রখোলা চা বাগান, নুরজাহান চা বাগান,বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সমূহে একই ধরনের ঘটনা ঘটে।
আলীনগর ইউনিয়নের গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ধানের শীষের এজেন্ট শেফালী বেগম, সেফুল আহমেদ ও নুরুল হোসেন ও কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মো. ইয়াছিন মিয়া অভিযোগ করে বলেন, তাদেরকে লাঞ্চিত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্র থেকে বের করে দিয়ে কেন্দ্রের দখল নেয়। এসব কেন্দ্রের সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা কিছুটা অসহায়ত্ব প্রকাশ করে বলেন এ নিয়ে কিছু বলবেন না।
এদিকে কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের রাধানগর ভোট কেন্দ্র এলাকায় ও আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশীদ উদ্দীন উচ্চ বিদ্যালয় কেন্দ্র এলাকায় ধানের শীষ ও নৌকার নেতাকর্মী ও সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন।
বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী অভিযোগ করে বলেন, সকাল ১০টার পর আকস্মিকভাবে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার প্রায় সব ভোট কেন্দ্রের দখল নিয়ে আওয়ামী নেতাকর্মীরা নিজেরাই ব্যালটে সিল মারেন। তিনি দফায় দফায় সহকারী রিটানিং অফিসার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, স্ট্রাইকিং ফোর্স ও পুলিশের কর্মকর্তাদেও কাছে অভিযোগ করেও কোন সাড়া পাননি।
তবে এ সম্পর্কে সহকারী রিটার্নিং অফিসার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, তিনি যখনই অভিযোগ পেয়েছেন তখনই সেখানে ফোর্স পাঠিয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd