সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : আওয়ামী লীগ তাদের নেতৃত্বে থাকা মহাজোট শরিকদের জন্য ৫০ থেকে ৫৫টির মতো আসন ছাড়তে পারে। ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এদিকে দলটি বিদ্রোহী হিসেবে যারা দাঁড়িয়েছেন তাদের মনোনয়ন প্রত্যাহারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নীতি-নির্ধারক জানান, মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের ব্যাপারে সার্বিক খোঁজ-খবর নেওয়া হয়েছে। মহাজোটের শরিক জাতীয় পার্টিকে (জাপা) ৩৫ থেকে ৪০টি আসন ছাড় দেওয়া হতে পারে সম্ভবত। তবে এ সংখ্যা ৩৫ এর নিচেও নামতে পারে।
তারা আরও জানান, এখন পর্যন্ত জাপার জন্য ২৩টি আসন ফাঁকা রাখা হয়েছে। এসব আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। আর যেসব আসন জাপাকে ছেড়ে দেওয়া হবে সেগুলো থেকে আওয়ামী লীগের প্রার্থীও প্রত্যাহার করে নেওয়া হবে।
এছাড়া ওয়ার্কার্স পার্টিকে পাঁচটি, জাসদকে দু’টি, বাংলাদেশ জাসদকে দু’টি, জাতীয় পার্টিকে (জেপি) একটি এবং তরিকত ফেডারেশনকে দু’টি আসন দেওয়া হতে পারে। জাসদ এবং ওয়ার্কার্স পার্টির আসন কমতেও পারে। ১৪ দলের বাইরে বিকল্পধারাকে ছেড়ে দেওয়া হতে পারে তিনটি আসন।
একটি সূত্রে জানা যায়, আওয়ামী লীগ থেকে ৮০টির মতো আসনে বিদ্রোহীরা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাইয়ে এখান থেকে অনেকেই বাদ পড়েছেন। ৭০টির মতো আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
এ প্রসঙ্গে দলটির এক নেতা বলেন, আমরা বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাকিদের সঙ্গে কথা চলছে। আশা করি, সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd