সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সিলেট-৬ (গোলাপগঞ্জ -বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান বলেছেন, আওয়ামীলীগের পাতানো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যায়নি। দেশে আজ গণতন্ত্র নেই, গণতন্ত্রের চর্চাও নেই। দেশের মানুষে গণতন্ত্র উদ্ধার করতে ও আন্দোলনের অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে। আওয়ামীলীগ খালি মাঠে অনেক গোল দিয়েছে। আর তাদের খালি মাঠে গোল দিতে দেওয়া হবেনা। গত ১০ বছরে আওয়ামীলীগ সরকার বিএনপির নেতাকর্মীদের উপরে অনেক নির্যাতন করেছে। বিগত সময়ে আমার উপরেওঅনেক নির্যাতন করা হয়েছে। ত্যাগী নেতা হিসেবে দলের কেন্দ্রীয় নেতারা আমায় বিবেচনা করবে। আমি আশা করি আমায় জোটের একক প্রার্থী ঘোষণা করা হবে। তিনি দেশীয় সংস্কৃতি আজ ধ্বংসের পথে উল্লেখ করে বলেন, বিদেশী অপসংস্কৃতি আমাদের দেশে আজ বাসা বেধেছে। বিদেশী আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে ধানের শীষে ভোট দিতে তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি গত রোববার রাতে উপজেলার পৌর সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মতবিনিময় সভায় বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, গোলাপগঞ্জ আমুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজন আহমদ, উপজেলা ছাত্রদল নেতা শাহান আহমদ, আরিফুস সামাদ মামুন , পৌর ছাত্রদল নেতা টিপু সুলতান, সুহেদ আহমদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd