শুক্র-শনিবার রাতে সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮

শুক্র-শনিবার রাতে সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীতে গ্যাসের পাইপলাইনে জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শুক্রবার (৩০ নভেম্বর) ও শনিবার (১ ডিসেম্বর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জালালাবাদ গ্যাস টিএন্ড ডি সিস্টেম লিমিটেড সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছে, শুক্রবার (৩০ নভেম্বর) রাত ১০ টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত এবং শনিবার (১ ডিসেম্বর) রাত ১০ টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সিলেট শহর ও এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সূত্র জানায়, নগরীতে গ্যাস পাইপলাইনের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সিলেট শহর ও আশেপাশের এলাকা ক্যান্টনমেন্টসহ এর আওতাভুক্ত থাকবে। তবে দক্ষিণ সুরমা এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ চালু থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..