সিলেটে গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ৯ জনের ৭ বছর করে কারাদণ্ড

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৮

স্টাফ রিপোর্টার:: সিলেট নগরীর চৌকিদেখিতে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৯ আসামীর ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরু এ রায় ঘোষণা করেন। আদালতের এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী। তবে এ রায়কে প্রহসনের রায় উল্লেখ করে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী।

জানা যায়, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর গুমের প্রতিবাদে ২০১২ সালের ২২ এপ্রিল সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। ওই দিন নগরীর চৌকিদেখিতে বিএনপির সমাবেশ চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে হামলা চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে ব্যাপক গাড়ি ভাংচুর, টিয়ারসেল নিক্ষেপ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে।
উক্ত গাড়ি ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় অভিযুক্ত ৯ জনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকী ৪ জনকে বেখসুর খালাস দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল হাসান জুয়েল ও নিজামুল হক, মহানগর ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, সাহেদ আহমদ, লিলু মিয়া, ছালেহ আহমদ, জামাল বখস, মো. সুফিয়ান।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..