সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৮
স্টাফ রিপোর্টার:: সিলেট নগরীর চৌকিদেখিতে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৯ আসামীর ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরু এ রায় ঘোষণা করেন। আদালতের এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী। তবে এ রায়কে প্রহসনের রায় উল্লেখ করে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী।
জানা যায়, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর গুমের প্রতিবাদে ২০১২ সালের ২২ এপ্রিল সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। ওই দিন নগরীর চৌকিদেখিতে বিএনপির সমাবেশ চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে হামলা চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে ব্যাপক গাড়ি ভাংচুর, টিয়ারসেল নিক্ষেপ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে।
উক্ত গাড়ি ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় অভিযুক্ত ৯ জনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকী ৪ জনকে বেখসুর খালাস দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল হাসান জুয়েল ও নিজামুল হক, মহানগর ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, সাহেদ আহমদ, লিলু মিয়া, ছালেহ আহমদ, জামাল বখস, মো. সুফিয়ান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd