সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের অবস্থান শণাক্ত ও তাকে ধরার কাজে ইসলামাবাদ ভূমিকা রেখেছিল। এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার। শুধু তাই নয়, এই বিষয়ে পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে যে লাদেনকে খুঁজে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা ছিল।
রাজনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের এই বিস্ফোরক স্বীকারোক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ এর আগে একাধিকবার এই বিষয়ে কথা উঠলেও কোনও মন্তব্য করেনি ইসলামাবাদ। এই প্রথম বিষয়টি নিয়ে পাকিস্তান সরকার প্রকাশ্যে কোনও স্বীকারোক্তি দিলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে অভিযোগ করেন যে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য তার দেশ শত শত কোটি ডলার দিয়েছে পাকিস্তানকে কিন্তু ইসলামাবাদ কিছুই করে নি। শুধু তাই নয়, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তান আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করেন ট্রাম্প।
এরপর পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স পল জোন্সকে তলব করে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর তাদের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলেছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তথ্য নিয়েই মার্কিন বাহিনী লাদেনের অবস্থান শণাক্ত করে।
পাকিস্তান সরকারের এই বিবৃতির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ নাকচ করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় বিন লাদেন মার্কিন বাহিনীর হাতে নিহত হন কিন্তু ওবামা প্রশাসন সুনির্দিষ্টভাবে বলেছিল যে, লাদেনের অবস্থান সম্পর্কে পাকিস্তান কিছুই জানতো না এমনকি লাদেনকে পাকিস্তান আশ্রয়ও দেয় নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd