সিলেট নগরীতে ৩০ জুয়াড়িকে কারাদন্ড ও জরিমানা

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮

সিলেট নগরীতে ৩০ জুয়াড়িকে কারাদন্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৩০ জনকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যা থেকে রাত পৌনে ১২ টা পর্যন্ত মেজর নুর আলমের নেতৃত্বে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরীকে সাথে নিয়ে র‌্যাব-৯ কোতয়ালী থানা বিভিন্ন এলাকায় জুয়া খেলার বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩০ জনকে আটক করার পাশাপাশি প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদেরকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যাক্তিরা হলো- দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে মো. শরিফ উদ্দিন (২৮), বিশ্বনাথ উপজেলাধীন রামদানা গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে জুয়েল মিয়া (১৮), আজমিরিগঞ্জ উপজেলার জুম্মা হাটি গ্রামের রহমান মিয়ার ছেলে শাকিল মিয়া (২৮), শাহপরাণ আল মদিনা আবাসিক এলাকার আব্দুস সাত্তারের ছেলে কামরুল ইসলাম (২৮), দক্ষিণ সুরমার কামাল বাজার এলাকার হারুন মিয়ার ছেলে জুবেল মিয়া (১৮), ঘাসিটুলা মজুমদারপাড়া এলাকার মৃত আব্দুল নুরের ছেলে আব্দুল মোতালিব (১৮), নবীগঞ্জের সৈয়দাবাদ গ্রামের শিহাবুদ্দিনের ছেলে নুরুল হক (১৮), বিশ্বনাথের রামদানা গ্রামের শফিক মিয়ার ছেলে মো. আব্দুস শহিদ (১৯), চুনারুঘাট উপজেলার কালিকাপুর গ্রামের মতুর্জা আলীর ছেলে মো. সবুজ মিয়া (২২), কুমিল্লা কোতয়ালী থানার শালধর গ্রামের মনির হোসেনের ছেলে ইমন হোসেন (২৪), দক্ষিণ সুরমার কামাল বাজার গ্রামের হারুন মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (১৮), নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকার মৃত ফজল গাজীর ছেলে আলমগীর আহমদ (৩৪), জল্লারপাড় এলাকার ফিরোজ মিয়ার ছেলে ইমরান হোসেন (২১), একই এলাকার মৃত ফজল মিয়ার ছেলে তাহের মিয়া (২১)।

দণ্ডপ্রাপ্ত আরো আসামী হলেন- দিরাই মধুপুর গ্রামের জাফর আলীর ছেলে সারোয়ার আহমদ (২২), নগরীর খুলিয়াপাড়া এলাকার ইছব মিয়ার ছেলে সুমন মিয়া (১৮), তালতলা এলাকার উমেদ আলীর ছেলে মিলন মিয়া (২০), মাছিমপুর এলাকার আবু তাহেরের ছেলে ইকবাল হোসেন (২৭), ঘাসীটুলা এলাকার আলা উদ্দিনের ছেলে মো. জয়নাল আবেদীন (২০), শাহপরাণ থানার দলইপাড়া এলাকার মোস্তাকিন মিয়ার ছেলে আল আমিন মিয়া (১৯), জল্লারপাড় এলাকার মিয়া হোসেনের ছেলে হাবিব (২০), আজমিরিগঞ্জের গ্রম্মা হাটি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আঙ্গুর আলম (২৮), জালালাবাদ থানাধীন টগরপাড়া এলাকার আব্দুল হকের ছেলে বাবর মিয়া (২০), ছড়ারপাড় এলাকার খলিল মিয়ার ছেলে আলিম উদ্দিন (২৬), লাখাইয়ের সাতাটব গ্রামের মৃত নুরধন মিয়ার ছেলে রুবেল মিয়া (২০), হবিগঞ্জ সদরের আটলপাড়া গ্রামের মৃত রমিজ আলীর ছেলে শের আলী (২২), তোপখানা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাশেদ মিয়া (১৮), বরইকান্দি এলাকার মৃত আব্দুল আহাদের ছেলে মিনহাজ উর রহমান (২০), সদরখলা এলাকার মৃত ওহাব আলীর ছেলে আমজাদ হোসেন (২৬)।

এছাড়া ওসমানীনগর উপজেলাধীন বুরুয়া গ্রামের মৃত শাহেদ মিয়ার ছেলে হারুন মিয়া (২৭)কে জরিমানা আদায়পূর্বক ছেড়ে দেয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..