ক্রাইম সিলেট ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করবে বিএনপি। মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি চলবে। আজ রবিবার বিকালে সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
তিনি বলেন, ১২ ও ১৩ নভেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন করতে পারবেন আগ্রহীরা। মনোনয়ন ফরম পূরণ করে আগামী ১৩ ও ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে এই কার্যালয়ে জমা দিতে পারবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, ৫ হাজার টাকায় মনোনয়ন ফরমটি কিনতে পারবেন আগ্রহীরা। আর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অফেরতযোগ্য ২৫ হাজার টাকা জামা দিতে হবে।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এ ঘোষণা দেন। একই সঙ্গে নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানান তারা।
Sharing is caring!