গোয়াইনঘাটে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮

গোয়াইনঘাটে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলম নগর ও ছোটখেল এলাকা থেকে গত মঙ্গলবার (সেপ্টেম্বর) রাতে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সফরমার চুরি হওয়াতে উপজেলার কয়েকটি গ্রামের কৃষকদের আহাজারি শুরু হয়। কৃষকরা এসকল ট্রান্সফরমার দিয়ে পানি উত্তোলন ব্যুরো চারা রোপন করেন। এখন ওই ট্রান্সফরমার চুরি হওয়ার চরম বিপাকে পড়ছেন কৃষকরা। এতে করে কৃষকরা ভোগান্তির শিকার হতে পারেন।

জানা যায় উপজেলা ইসলামপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ১ একটি , ছোটখেলের কামাল উদ্দিনের ১টি ও গোয়াইনঘাটের হাজ্বী কালামিয়ার দুইটি মোট ৪টি ট্রান্সফরমার চুরি হয়।
এর আগে ইসলামপুর গ্রামের আব্দুল্লাহ একটি ট্রান্সফরমার চুরি হওয়ায় পল্লী বিদ্যুত বাদি হয়ে গোয়াইনঘাট থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত কোন আসামীকে আটক করা হয়নি। যার কারনে ফের ট্রান্সফরমার চুরি হয়েছে। এসকল চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন ট্রান্সফরমার মালিকরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..