সিলেট ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৮
Sharing is caring!
নিজস্ব প্রতিবেদক :: সিলেটসহ সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট বিভাগের ১৩১ টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এ পরীক্ষা।
দুই পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ড থেকে মোট অংশ নিচ্ছে ১ লাখ ৫১ হাজার ৭২৭ পরীক্ষার্থী। এরমধ্যে সিলেট জেলায় ৫২ হাজার ৪৪ জন, মৌলভীবাজার জেলায় ৩৫ হাজার ৩৪৪ জন, সুনামগঞ্জ জেলায় ৩৩ হাজার ৯৮৬ জন এবং হবিগঞ্জ জেলায় ৩০ হাজার ৩৫২ জন পরীক্ষায় বসেছে।
সারা দেশের সবকটি বোর্ড মিলিয়ে মোট ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই দুই পরীক্ষায় অংশ নেবে। তাদের মোট সংখ্যা ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী। ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র।
সংশ্লিষ্টরা জানান- এবার পরীক্ষা শুরু শুরু হওয়ার ২৫ মিনিট আগে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে খুদে বার্তায় জানানো হবে—কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এরপর প্রশ্নপত্রের মোড়ক খুলতে হবে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গত এসএসসি পরীক্ষার শেষ দিকে এবং গত এইচএসসি পরীক্ষার শুরু থেকেই এই নিয়ম চালু করা হয়।
………………………..
Design and developed by best-bd