সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
গোয়াইনঘাট কলেজ ছাত্রদল নেতা তামিম অাহমদ পাবেলের গ্রেফতারের প্রতিবাদে নিন্দা জানিয়েছে উপজেলা ছাত্রদল। সোমবার এক বিবৃতিতে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল নেতারা বলেন, এই অবৈধ সরকার তার আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনের হাতিয়ায় হিসেবে ব্যবহার করছে। আইনশৃঙ্খলা বাহিনী’র কর্মকান্ড দেখলে মনে হয় সরকারের সাথে যুক্ত সবাই দুধে ধোয়া তুলসী পাতা আর বিরোধী দলের সবাই অপরাধী। সরকারের সাথে যুক্ত থাকলে খুন করেও রেহাই পাওয়া যায় আর বিরোধী দলে থাকলে মিথ্যা, বানোয়াট আর উদ্ভট মামলায় হয়রানির জন্য সদা প্রস্তুত থাকে সরকারী সংস্থাগুলো। নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতারকৃত সকলের মুক্তি দাবী করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে এই জালিম সরকারের নাগপাশ থেকে নিজেদেরকে মুক্ত করে জনগনের পক্ষে কাজ করার আহবান জানান।একই সাথে নেতা-কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতার করে, নির্যাতন, নিপিড়ন চালিয়ে গণতন্ত্র পুরুদ্ধার আন্দোলন থেকে দুরে রাখা যাবেনা বলে হুশিয়ার করেদেন। পাবেলের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর অালম,সাবেক যু,অা, অাবুল কালাম অাজাদ, সাহেদ অাহমদ, অা:মান্নান, নাজমুল, পান্না, ছাইদুর, হাবীব, জাকির, হারুন, রুহেল প্রমুখ।বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd