সিলেট :: জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর আশু রোগমুক্তি কামনা করে সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল ২৫ অক্টোবর বৃহস্পতিবার বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল রহ. মাজার জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা, পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলার সদস্য সচিব মোঃ উছমান আলী চেয়ারম্যান, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, আব্দুল মালেক খান সহ জাতীয় পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় শ্রমিক পার্টি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Sharing is caring!