সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮
ডেস্ক রিপোর্ট:: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিজামুল হকের বাসায় পুলিশ তল্লাশী চালিয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে সামনে রেখে মঙ্গলবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার নিজ বাসভবন বাদাম বাগিচা ৮/১ সেতু বন্ধন বাসায় এসএমপির বিমানবন্দর থানা পুলিশ তল্লাশী চালায়। তল্লাশীর সময় নিজামুল হককে বাসায় না পেয়ে তার পরিবারের সদস্যদের সাথে পুলিশ অসৌজন্যমূলক আচরণ করে ও নিজামুল হককে গ্রেফতারের হুমকি দিয়ে আসে।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিজামুল হকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা হয়ে সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত আছে। তাই এসব অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতারের উদ্দেশ্যে তার বাসায় তল্লাশী করে। তবে তল্লাশী সময় তাকে বাসায় পাওয়া যায় নি।
এদিকে নিজামুল হকের বাসায় পুলিশী তল্লাশীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান। নেতৃবৃন্দ অনতিবিলম্বে নেতাকর্মীদের বাসায় তল্লাশী করে হয়রাণী বন্ধ করার আহ্বান জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd