সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি :: কমলগঞ্জ উপজেলার হাই স্কুল মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে দুই এক গোলে ইসলামপুর ইউনিয়ন কে পরাজিত করে কমলগঞ্জ পৌরসভা একাদশ। আজ ১৩ সেপ্টেম্বর সর্বোচ্চ গোলদাতা ও মেস অফ দা ম্যাচ নির্বাচিত হয় কমলগঞ্জ পৌরসভা দলের মাসুম। হাজার হাজার দর্শক সমাগম ঘটে উক্ত খেলাটিতে। কমলগঞ্জ হাই স্কুলের মাঠের চারপাশে দর্শকদের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না এমন কি উক্ত মাঠের আশপাশে থাকা বিল্ডিংগুলোর মধ্য দর্শকের সমাগম লক্ষ করা গেছে। উক্ত ৯০ মিনিটের খেলায় কমলগঞ্জ পৌরসভা একাদশ দুটি গোল করে এগিয়ে যায়। বল যখন মাঠের ঠিক মধ্য জায়গায় তখন বাঁশির মাধ্যমে হাফটাইমের জানান দেন। উক্ত খেলার রেফারির দায়িত্বে থাকা মুজিবুর রহমান মুজিব। ১৫ মিনিটের বিরতির পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। খেলার সময় যখন ৫৭ মিনিট তখন এক গোল করে ইসলামপুর একাদশ। শেষ মুহূর্ত পর্যন্ত অনেকটা চেষ্টা করেও ইসলামপুর ইউনিয়ন একাদশ গোল পরিশোধ করতে পারেনি। তাই দুই-এক গোলের মাধ্যমে এগিয়ে যায় কমলগঞ্জ পৌরসভা একাদশ। আজ ১৩ সেপ্টেম্বর উক্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি সভাপতি প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটি জাতীয় সংসদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজবাউর রহমান সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব উপাধ্যক্ষ রফিকুর রহমান সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আওয়ামী লীগ, সিদ্দেক আলী কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, প্রফেসর হেলাল উদ্দিন আবদুল গফুর মহিলা কলেজ, আরো বিশেষ অতিথি এম মোসাদ্দেক আহমেদ মানিক সভাপতি উপজেলা আওয়ামী লীগ, আনোয়ার হোসেন সাবেক সভাপতি উপজেলা যুবলীগ, সানোয়ার হোসেন সাধারণ সম্পাদক বাজার বণিক সমিতি,আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র জুয়েল আহমেদ কমলগঞ্জ পৌরসভা, অফিসার ইনচার্জ আনিসুল হক কমলগঞ্জ থানা, মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব, উক্ত সভায় সভাপতিত্ব করেন মাহমুদুল হক কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ ১৩ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭- ১৮ উক্ত খেলাটি কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় উভয় দলের সাথে বাদ্যযন্ত্রের এক একটি দল দেখা যায়। এবং উক্ত খেলায় হাজার হাজার দর্শক রা হাততালি দিয়ে খেলায় অংশগ্রহণকারী দল দুটিকে অনুপ্রাণিত করে
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd