মালয়েশিয়ান তরুণীকে ভালবেসে বিয়ে করলেন বিশ্বনাথের যুবক মকবুল

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮

মালয়েশিয়ান তরুণীকে ভালবেসে বিয়ে করলেন বিশ্বনাথের যুবক মকবুল

Manual1 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: মালয়েশিয়ান তরুণী নওরিনি বিনতে ফায়সাল (২০) কে ভালবেসে বিয়ে করেছেন বিশ্বনাথের তরুণ মকবুল তালুকদার (২৮)। গত সোমবার (২৭ আগষ্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ কনের পিত্রালয়ে এই বিয়ে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, প্রায় ২বছর পূর্বে ষ্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া যান বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত আব্দুল মুনিমের পুত্র মকবুল তালুকদার। সেখানে গিয়ে তিনি একটি হোটেলে চাকুরী শুরু করেন। প্রায় বছর খানেক পূর্বে ওই হোটেলে কর্মরত মালয়েশিয়ার কুয়ালালামপুরের কেরাস এংকলি’র বাসিন্দা নওরিনি বিনতে ফায়সাল এর সঙ্গে পরিচয় হয় মকবুল তালুকদারের। এরপর থেকে তারা দুজন একে অপরকে ভালবাসতে শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। এরপর তারা পারিবারিক মতামতের ভিত্তিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সোমবার (২৭ আগষ্ট) কনে নওরিনি বিনতে ফায়সাল এর নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে কনের আত্মীয়-স্বজন ছাড়াও  বিশ্বনাথের যুবক বাদশা ছালাম শিবলী, লোকমান হোসেন ও সাহেব আলী প্রমুখ সহ বরের বন্ধু-বান্ধব অংশগ্রহন করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..