সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০১৮
নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীর পলাশে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। সোমবার রাতে ঘোড়াশাল পৌরসভার ভূইয়ার ঘাট এলাকায় ট্রলি ও সিএনজির মুখামুখি সংর্ঘষে মহসিন আফ্রাদ নামে এক সিএনজি যাত্রী ও উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে শামিম মিয়া নামে এক যাত্রী নিহত হয়। নিহত মহসিন আফ্রাদ নরসিংদীর সদর উপজেলার বাগহাটা গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। তিনি জনতা জুটমিলের হিসাব রক্ষক পদে দায়িত্বে ছিলেন। অপরদিকে শামিম মিয়া গাজীপুর কাপাসিয়া উপজেলার পাটুয়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ওসি সাইদুর রহমান।
তিনি জানান, সোমবার রাত ৯টার সময় ঘোড়াশাল পৌর এলাকার ভূইয়ার ঘাট স্থানে যাত্রীবাহি সিএনজি ঘোড়াশাল যাওয়ার পথে অপরদিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখামুখি সংর্ঘষে মহসিন নামে এক জুটমিল কর্মকর্তা আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এছাড়া রাত ১০ টার দিকে গজারিয়ার ইছাখালী গ্রামে এক অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দারিয়ে থাকা এক ট্রলির সাথে সংর্ঘষ হয়। এসময় শামিম নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd