সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটের শাহপরান মাজার গেইটস্থ গ্রীণ চিলি হোটেলের সামন থেকে একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘঠেছে। জানা যায়, গতকাল শুক্রবার সন্ধায় শাহপরান মাজার গেইটস্থ গ্রীণ চিলি হোটেলের সামনে মোটর সাইকেল রেখে ওই সাইকেলের মালিক হোসেন আলী পাশের দোকানে ছাতা ক্রয় করতে গেলে কিছু সময় পর আসিয়া ওই স্থানে গাড়ি না পেয়ে সকল স্থানে খোজা খোজি করে গাড়িটির কোন সন্ধান পাওয়ান নি।
শুক্রবার ২৯ জুন মোটর সাইকেলের মালিক শাহপরান থানাধীন টিকরপাড়া গ্রামের কুতুব আলীর পূত্র মোঃ হোসেন আলী শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরী করেন । যার নং ১৪০৮
মোটর সাইকেলের বর্ণনা : HERO HONDA মোটর সাইকেল, রং নীল, রেজীঃ নং সিলেট-হ-১২-৩৩৪৮, সিসি-১০০,চেসিস নং- 06C09C-36229, ইঞ্জিন নং – 06C0SM-39269।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd