সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৮
সিলেট :: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ সাজার রায় বাতিলের দাবিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার মহানগর ছাত্রদল সভাপতি সুদিপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এর নেতৃত্বে বেলা ৩টায় নগরের কাজীবাজার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালিয়ে সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, জেলা ছাত্রদলের সাবেক ১ম সহ-সভাপতি চৌধুরী মোঃ সুহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আফছর খান, জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাছিব, সিলেট মহানগর ছাত্রদল নেতা রেজুয়ানুল ইসলাম, আজহারুল ইসলাম, কামরুজ্জামান দিনু, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফুয়াদ আহমেদ চৌধুরী মনা, সদস্য সচিব তপু আহমেদ খান, যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিটন, সিলেট মহানগর ছাত্রদল নেতা রায়হান চৌধুরী রাহী, আবজল, ফাহিম,শামিম সহ ২০ -২৫ জন ছাত্রদল নেতা-কর্মীকে গ্রেফতার করেন। এই গঠনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান ।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই অবৈধ সরকার তার আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনের হাতিয়ায় হিসেবে ব্যবহার করছে। আইনশৃঙ্খলা বাহিনী’র কর্মকান্ড দেখলে মনে হয় সরকারের সাথে যুক্ত সবাই দুধে ধোয়া তুলসী পাতা আর বিরোধী দলের সবাই অপরাধী। সরকারের সাথে যুক্ত থাকলে খুন করেও রেহাই পাওয়া যায় আর বিরোধী দলে থাকলে মিথ্যা, বানোয়াট আর উদ্ভট মামলায় হয়রানির জন্য সদা প্রস্তুত থাকে সরকারী সংস্থাগুলো।
নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতারকৃত সকলের মুক্তি দাবী করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে এই জালিম সরকারের নাগপাশ থেকে নিজেদেরকে মুক্ত করে জনগনের পক্ষে কাজ করার আহবান জানান।একই সাথে নেতা-কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতার করে, নির্যাতন, নিপিড়ন চালিয়ে গণতন্ত্র পুরুদ্ধার আন্দোলন থেকে দুরে রাখা যাবেনা বলে হুশিয়ার করেদেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd