সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটের শাহপরান (রহঃ) থানায় ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী আব্দুল কাইয়ুম নাসিমকে গতকাল ২২ জুন শুক্রবার রাত ১২ টার দিকে শাহ্পরান থানাধীন এলাকা শিবগঞ্জ বাজারস্থ মাহমুদা মঞ্জিল আসামীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপর ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী আব্দুল আলীম দিপক পুলিশের টের পেয়ে পালিয়ে যায়।
জানা যায়, সিলেট কোতয়ালী থানাধীন রাজার গলির বাসিন্ধা সৈয়দ ইফতেখার আহমদ বাদী হয়ে নন জি.আর ৬/১৮ নং মামলা দায়ের করেন। উক্ত মামলায় আব্দুল কাইয়ুম নাসিম ও আব্দুল আলীম দিপক, উভয় পিতা মোঃ তাহির, সাং ঠাকুরপাড়া, শিবগঞ্জ বাজার মামুদা মঞ্জিল , থানা শাহপরান সিলেটের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
ওই আসামীদের বিরুদ্ধে রাজার গলির বাসিন্ধা সৈয়দ ইফতেখার আহমদ বাদী হয়ে বিগত ১৬ নমেম্ভর সিলেট কোতয়ালী মডেল থানায় ৮১ লক্ষ টাকার আন্তসাতে মামলা রুজু করেন যার নং : জি.আর ৪৩৪/১৭ ইং।
তাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় সৈয়দ ইফতেখার আহমদ বাদী হয়ে আরও একটি ক্রাশার মিল মেশিনারিজ চুরির মামলা দায়ের করেন যার নং : ৭/১৮ ইং।
নন জি.আর ৬/১৮ নং মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামীদের গ্রেফতার করতে শাহ্পরান (রহঃ) থানার এস আই সেলিম আহমদ এর নেতৃত্বে একদল পুলিশ নিয়ে মাহমুদা মঞ্জিল আসামীদের নিজ বাসায় অভিযান চালিয়ে আসামী আব্দুল কাইয়ুম নাসিমকে গ্রেফতার করে। এসময় অপর ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী আব্দুল আলীম দিপক পুলিশের টের পেয়ে পালিয়ে যায়।
গ্রেফতারের বিষয়টি শাহ্পরান থানার এস আই সেলিম আহমদ নিশ্চিত করে বলেন আসামী আব্দুল কাইয়ুম নাসিমকে শনিবার আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd