সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুন ২২, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : দেশে অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের বিছনাকান্দি পর্যটন স্পটের পাথর রক্ষায় ফোসে উটছে এলাকাবাসী। মূলত ভারত থেকে নেমে আশা স্বচ্ছ জল ও পাথরকে কেন্দ্র করে সিলেটের বিছনাকান্দি দেশেরে গন্ডি পেরিয়ে বহির বেশে নিজের পরিচিতি তোলে দরেছে। কিন্তু একটি অসাধুচক্র মাস/দুই মাস পূর্ব থেকে রাতের আধারে ওই পর্যটন স্পটের পাথর শতাদিক বারকি নৌকা বোজাই করে প্রতিদিন লোটে নিচ্ছে হাজার হাজার ফুট পাথর ফলে দিনে দিনে হারিয়ে যাচ্ছে পর্যটন স্পটের রূপ যৌবনের সুন্দরয্য। প্রশাসনের পক্ষ থেকে কার্যকরি কোন প্রদেক্ষ গ্রহন না করায় অসুধু চক্রটি হয়ে উটছে আরও বেপরোয়া। শুক্রবার বিকাল তিনটায় স্থানীয় হাদাপার বাজারে বিছনাকান্দি পাথর ব্যাসায়ী লিমিঃ এর ব্যানারে আযোজিত হয় এর প্রতিবাদ ও ঈদ পূর্ণ মিলনী সভা। সভায় বক্তারা কোভপ্রকাশ করে বলেন বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা আওমীলীগের সভাপতি মোহাম্মদ ইব্রহিম একটি সভায় সিলেটের জেলা প্রশাসককে এ বিষয়ে দৃষ্টি আর্কষন করেন।
ব্যাসায়ী সমিতির সভাপতি হাজী মাসুক আহমদেও সভাপতিত্বে ও যগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ’র পরিচালনায় অনুষ্টিত সভায় সমিতির বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এম এ হক, উপদেষ্টা শহিদ মিয়া, আব্দুল মনাফ সরকার,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক ফয়ছল আহদম,সদস্য আবুল হোসেন,মুজিবুর রহমান অপু প্রমূখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd