সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮
স্টাফ রিপোর্টার :: নগরীর বন্দরবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। এসময় ব্যবায়ীদের অতিরিক্ত মূল্য নেয়া, বাজার দরের তালিকা টানানো সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করে দেয়া হয়। অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকারের বিভিন্ন আইনে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানাও আদায় করা হয়।
(১৯ মে শনিবার) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া ও এনডিসি মো. হেলাল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে বাজার মনিটরিং টিম।
অভিযান চলাকালে লালবাজারে সতর্ক করার পরও মূল্য তালিকা না টানানোর অপরাধে আলতু মিয়া নামে এক মৎস ব্যবসায়ীকে ২হাজার টাকা, পণ্যরে গায়ে মূল্য না থাকা এবং অস্বাস্থকর পরিবেশে ফল বিক্রির দায়ে আলতা মিয়া ও কবির মিয়াকে ৩হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া বলেন, আসলে জরিমানা আদায় করা আমাদের অভিযানের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভোক্তারা যেন নায্যমূল্যে ভেজালমুক্ত পণ্য ক্রয় করতে পারেন সেই পরিবেশ সৃষ্টি করে দেয়া এবং বিক্রেতাদের সতর্ক করা।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই ও এবং মার্কেটিং অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd