সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৮
ডেস্ক নিউজ :: ওজনে কম দেওয়ার অপরাধে সিলেট নগরীর উপশহর এলাকার সুপারশপ স্বপ্নকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় রমজান উপলক্ষে এ বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
র্যাব-৯ এর সিপিসি-১ এবং সদর কোম্পানি সিলেট ক্যাম্পের বিশেষ অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এবং এএসপি মাঈন উদ্দিন, এসএসপি নাহিদ হাসান ও জাতীয় ভোক্তা অধিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সুপারশপ স্বপ্ন ছাড়াও শাহপরান এলাকার গ্রিনচিলি রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে রান্না এবং রান্নার দ্রব্য সামগ্রী রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, নগরীর বন্দর বাজার এলাকায় মাংসের দোকানে পণ্য তালিকা না থাকায় ১ হাজার টাকা এবং অবৈধ ভাবে মোটরসাইকেল পার্কিংয়ের অপরাধে একাধিক মোটরসাইকেল চালককে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd