ট্রেনে ১১৯৮ যাত্রীকে আটক করে জরিমানাসহ ভাড়া আদায়!

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মে ১২, ২০১৮

ট্রেনে ১১৯৮ যাত্রীকে আটক করে জরিমানাসহ ভাড়া আদায়!

ক্রাইম সিলেট ডেস্ক : ট্রেনে অবৈধভাবে ভ্রমণের অপরাধে ১ হাজার ১৯৮ জন যাত্রীকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যাত্রীদের কাছ থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

শনিবার কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অভিযান চালায় আদালত।

দিনব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সর্দার শাহাদাৎ আলী ।

সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪০ জন টিকিট চেকার ৫ জন পরিদর্শক এবং রেলওয়ের নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্য অভিযানের অংশ নেন।

এতে রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে চলাচলকারী ১২টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকেটে ভ্রমণকারী যাত্রীদের আটক করে রেলওয়ের আইন মোতাবেক এ জরিমানা আদায় করা হয়।

রাত ৮টার পর এক প্রেস ব্রিফিংয়ে রেলওয়ে মাস্টার এ তথ্য জানান ।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল দাস জানান, মূলত বিনা টিকিটে ট্রেন ভ্রমণে নিরুৎসাহিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..