পাঁচ বছরের মধ্যে এবারই পাসের হার কম সিলেটে

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, মে ৬, ২০১৮

পাঁচ বছরের মধ্যে এবারই পাসের হার কম সিলেটে

Manual3 Ad Code

সিলেট :: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফল রোববার প্রকাশিত হয়েছে। দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

Manual1 Ad Code

ঘোষিত ফলাফলে দেখা যায়, গত ৫ বছরের মধ্যে এবারের পরীক্ষা সবচেয়ে পাসের হার কমেছে সিলেটে। এ বোর্ডে ২০১৪ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৩, ২০১৫ সালে ৮১ দশমিক ৮২, ২০১৬ সালে পাসের হার ছিল ৮৪ দশমিক ৭৭, ২০১৭ সালে ৮০ দশমিক ২৬। আর এবারের পাসের হার ৭০ দশমিক ৪২। যা গতবারের চেয়ে ৯ দশমিক ৪৮ শতাংশ কম।

Manual6 Ad Code

তবে ২০১৪ সালের পর এ বছরই জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। ২০১৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ৩৩৪১জন, ২০১৫ সালে ২৪৫২ জন, ২০১৬ সালে ২২৬৬ জন এবং ২০১৬ সালে ২৬৬৩জন জিপিএ ৫ পায়। তবে গতবারের তুলনায় এবার ৫৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৯১ জন।

এবছর সিলেটে ১ লাখ ৮ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে পাস করেছে ৭৬ হাজার ৭১০ জন।  সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ জানান, গণিতে বেশি ফেল করায় পাসের হার কমেছে। তবে সার্বিক ফলে তারা সন্তুষ্ট। পাসের হার কমলেও গুণগত মান বৃদ্ধি পেয়েছে।

Manual5 Ad Code

বোর্ডের অধিনে ৮৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ লাখ ৮ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৬ হাজার ৭১০ জন। এদের মধ্যে ছেলে ৩৪ হাজার ১৪৩জন ও মেয়ে শিক্ষার্থী ৪২ হাজার ৫৬৭জন। শতভাগ পাসকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ২৩।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..