সুনামগঞ্জে নিজের জমিতে ধান কাটতে গিয়ে বর্জ্রপাতে ২ কৃষক নিহত: আহত ৩

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মে ১, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জামালগঞ্জে শ্রমিক সংকটের কারনে হাওরে নিজের আবাদকৃত বোরো জমির ধান কাঁটতে গিয়ে বর্জ্রপাত পড়ে কমলা কান্ত তালুকদার (৫৫) নামের এক কৃষক প্রাণ হারালেন।’ এছাড়াও বর্জ্রপাতে নিহতের নবম শ্রেণেিত পড়–য়া এক ছেলে স্কুল, অপর বড় ছেলে ও গ্রামের অপর এক ধাওয়ালী ( ধান কাটার শ্রমিক) সহ ৩ জন আহত হয়েছেন।’ আহতদের দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও অপর এক জনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার পাগনার হাওরে বর্জ্রপাতে এ হতাহতের ঘটনাটি ঘটেছে।’ নিহত কমলা কান্ত তালুকদার উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের খোজারগাঁও গ্রামের প্রয়াত ইউপি সদস্য কৃষ্ণ কান্ত তালুকদারের ছেলে। ’

খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে উপজেলার খোঁজারগাঁও গ্রামে গিয়ে বর্জ্রপাতের নিহতের পরিবারের প্রতি সরকারের পক্ষ্য থেকে সমবেদনা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান সৎকারের জন্য আপদকালীণ তহবিল থেকে তাৎক্ষণিক ভাবে নিহততের সৎকারের জন্য নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।’

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারীক সুত্রে জানা যায়, ধান কাঁটার শ্রমিক সংকটের কারনে উপজেলার খোঁজারগাঁওর কৃষক নিজের দু’ ছেলে প্রিন্স তালুকতার, সৈকত তালুকদার ও অপর প্রতিবেশী ধান কাটার শ্রমিক জ্ঞান রঞ্জনকে নিয়ে গ্রামের পার্শ্ববর্তী পাগনার হাওরে মঙ্গলবার সকালে নিজের জমিতে ধান কাঁটতে যান। ধান কাঁটার এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে ধান কাটারত অবস্থায় আকস্মিক বৃষ্টির সাথে বর্জ্রপাত পড়লে সারা শরীর ঝলসে কৃষক কমলাকান্ত হাওরের জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।’ এ সময় নিহতের দু’ছেলে ও অপর ধান কাঁটার শ্রমিকের শরীরের কিছু অংশে বর্জ্রপাত পড়লে তারা আহত হন।’ পার্শ্ববর্তী জমিতে ধান কাঁটার শ্রমিকরা নিহত কমলা কান্তর লাশ বাড়িতে নিয়ে যান এবং অপর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।’ এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে শরীরের একাধিক স্থান বর্জ্রপাতে ঝলসে ক্ষত হয়ে যাওয়ায় নিহতের বছর ছেলে প্রিন্স ও নবম শ্রেণীতে পড়–য়া সৈকতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণে করা হয়েছে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান মঙ্গলবার দুপুরে বর্জ্রপাতে কৃষক নিহত ও অপর তিন জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, আপাতত নিহতের সৎকারের জন্য ১০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়েছে, পরবর্তীতে নিহতের পরিবারকে আরো সরকারি অনুদান প্রদানের ব্যবস্থা করা হবে এবং আহতদের যাবতীয় চিকিৎসার ব্যয়ভার সরকারের তরফ থেকে বহন করা হবে।

অপরদিকে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দেখার হাওরে একই সময়ে মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল হাসেমের ছেলে আব্দুর রশিদ (৪৫) নামের অপর এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন।’

সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম জানান, নিহত কৃষকের পরিবারকে সরকারি সহায়তার অনুদান প্রদান করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..