মাদ্রাসা ছাত্র হত্যাকারী সন্ত্রাসীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৮

আগামীকাল বুধবার প্রতিবাদ সভা

সিলেট :: জৈন্তাপুর উপজেলাধীন ১নং লক্ষীপুর আমবাড়ী জামে মসজিদের ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথি হরিপুর বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সালামকে আহত, মাদ্রাসা ছাত্র মোজাম্মেল হত্যা সহ লোকজনকে আহত করায় সন্ত্রাসীদের শাস্তি ও উক্ত ঘটনাকে সঠিকভাবে জাতির কাছে উপস্থাপনার উদ্দেশ্যে মঙ্গলবার সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ওয়াজ মাহফিলের প্রধান আয়োজক আবুল বাশার মোল্লার মাধ্যমে দাওয়াত পেয়ে মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম বয়ান করার জন্য রাত সাড়ে ৮টায় মঞ্চে উপস্থিত হন। ঐ সময় মাওলানা গাজী সোলায়মান হোসেন কোরআন বিরোধী বক্তব্য প্রদান করলে মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম তা সংশোধন করার চেষ্টা করলে গাজী সোলায়মান হোসেনের অনুসারীরা রড, লাঠি, বাঁশ সহ ধারালো অস্ত্রসস্ত্র দিয়ে মাওলানা আব্দুস সালামের উপর আঘাত করেন। এসময় উপস্থিত কয়েকজন ছাত্র সহ কিছু লোকজন মাওলানা আব্দুস সালামকে রক্ষা করতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আঘাতে মৌলভী মোজাম্মেল আলী ঘটনাস্থলে মারা যান। আঘাতপ্রাপ্ত অবস্থায় মাওলানা আব্দুস সালামকে পার্শ্ববর্তী মাওলানা নাসির উদ্দিনের বাড়িতে নিয়ে গেলে সন্ত্রাসীরা তার ঘর-দরজা ভাংচুর করে অগ্নি সংযোগ করে বাড়ি পুড়িয়ে ছাই করে দেয়।

মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থায় মাওলানা আব্দুস সালাম সহ ১৩ ছাত্র ও ৩জন সাধারণ দ্বীন দরদী লোককে তাৎক্ষণিকভাবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে আব্দুল কাদিরের অবস্থা আশংকাজনক।
স্থানীয় সন্ত্রাসী ও তাদের গডফাদাররা হত্যা ও হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তাৎক্ষনিক বিভিন্ন বাড়িতে আগুন দেয় এবং ওয়াজ মাহফিলের প্যান্ডেলও পুঁড়ে দেয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হরিপুর মাদ্রাসার শিক্ষা সচিব হযরত মাওলানা নজরুল ইসলাম তোওয়াকুলী। এসময় উপস্থিত ছিলেন, দরগা মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুহীব্বুল হক গাছবাড়ী, সোবহানীঘাট মাদ্রাসার মুহতামিম আল্লামা শফিকুল হক আমকুনী, দারুল কোরআন মাদ্রাসার শায়খুল হাদিস, হযরত মাওলানা আতাউর রহমান, জামেয়া আয়েশা সিদ্দিকার মুহতামিম হযরত মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জী, জমিয়তে উলামার কেন্দ্রীয় নেতা এডভোকেট মোহাম্মদ আলী, ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, ইসলামী আন্দোলনের ডাঃ মোয়াজ্জেম হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, খেলাফত মজলিশ নেতা মাওলানা জাহিদুল ইসলাম, হরিপুর মাদ্রাসা শিক্ষক মাওলানা জয়নুল আবেদীন, জমিয়তে উলামার নেতা মাওলানা আব্দুল মালিক চিকনাগুল, মাওলানা হারুনুর রশীদ, সোবহানীঘাট মাদ্রাসার মাওলানা হাফিজ আহমদ সগীর, তোয়াকুল মাদ্রাসার মাওলানা কবির খান, মুফতি খন্দকার হারুনুর রশীদ, মাওলানা হাম্মাদ গাজীনগরী প্রমুখ।
এ ঘটনায় আগামীকাল বুধবার বিকাল ২টায় তৌহিদী জনতার উদ্যোগে জৈন্তাপুর বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সভা সফল করার জন্য সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন আল্লামা আলীম উদ্দিন শায়খে দুর্লভপুরী, আল্লামা ইউসুফ শামপুরী, হযরত মাওলানা হিলাল আহমদ, হযরত মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..