শনিবার (৩ ফেব্র“য়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আফতাব হোসেন আরো বলেন, গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমণকালে সিলেটের ৩৮টি প্রকল্পের মধ্যে এ কাজের উদ্বোধনও করেন তিনি। দীর্ঘদিনের স্বপ্নের এ সড়কটি বাস্তবায়নের পথে যাত্রা করায় ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আনন্দিত। কারণ দীর্ঘদিন থেকে বৃহৎ এ ওয়ার্ডের জনগণ উন্নয়নবঞ্চিত।
২০১৫ সালে উপনির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে তিনি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে ওয়ার্ডের প্রত্যেকটি উন্নয়নমূলক কাজগুলো এগিয়ে নিতে বিভিন্ন দপ্তরে দপ্তরে যোগাযোগ করছেন। ইতোমধ্যে ৭নং ওয়ার্ড নতুন আঙ্গিকে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। যা ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্খার ফল। এলাকার মানুষের কল্যাণে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।