সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় এক বখাটেকে ৬ মাসের সাঁজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত আসামী উপজেলার দ্বারিখেল বাগাবন্দ (মনরতল) গ্রামের আব্দুল জলিলের ছেলে সাদেক আহমেদ ইকবাল।
পুলিশ সূত্রে জানা যায়, কলেজে যাতায়তের সময় প্রায়ই ওই কলেজ ছাত্রীকে উত্যক্ত করতো বখাটে সাদেক। এব্যাপারে ওই কলেজ ছাত্রী থানায় একটি লিখিত অভিযোগ করে।
তারই প্রেক্ষিতে থানার এস.আই সমীরণ দাস বৃহস্পতিবার বিকেলে মনরতল গ্রাম থেকে তাকে আটক করেন। আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইভটিজিংয়ের দায়ে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস সাদেককে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
এর আগেও সাদেক আহমদের বিরুদ্ধে জাফলং চা বাগান এলাকায় এক তরুণীকে ধর্ষন করে তার ভিডিও চিত্র ধারণ করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd