সিলেটে প্রেমিকাকে হত্যা করে প্রেমিকের আত্মহত্যা!

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের সোবহানীঘাটের একটি আবাসিক হোটেল থেকে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে হোটেল মেহেরপুরের একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, নিহত তরুণীর নাম রাখি পাল ও তরুণের নাম মিন্টু দেব।

তিনি জানান, তারা দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলে। দু’জনের পরিবার এই প্রেম মেনে নেয় নি। তাই রোববার হোটেল কক্ষে প্রেমিকাকে হত্যা করে প্রেমিক মিন্টু আত্মহত্যা করেন।

রাখির বাড়ি জৈন্তাপুরে ও মিন্টুর বাড়ি জগন্নাথপুর বলে জানান তিনি। রোববার সকালেই তারা স্বামী স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন বলে জানান ওসি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, নিহতদের কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। ওই নোটের নামের সাথে হোটেল কক্ষ ভাড়া নেওয়া নামের মিল নেই। ফলে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ছেলের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর মেয়েকে সম্ভবত শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..