ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকার তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব শুরু হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনের ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।

আজ তুরাগ তীরে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজ প্রথম দিন। প্রথম পর্বের তুলনায় এ পর্বে শীতের প্রকোপ কম থাকায় মুসল্লিদের ইজতেমা ময়দানে তেমন সমস্যা হচ্ছে না। এ পর্বেও মুসল্লিদের নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। লাখো মুসল্লি বয়ান শুনে, তাসবিহ-তাহলিলে সময় কাটাচ্ছেন। .

এরই মধ্যে দেশ-বিদেশের লাখো মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে সমবেত হয়েছেন। ঈমান ও আখলাকের ওপর বয়ান চলছে ইজতেমা ময়দানে। বাদ জুমা বয়ান করবেন বাংলাদেশের মাওলানা হাফেজ মোহাম্মদ জুবায়ের।

শুক্রবার ভোর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হলেও মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন দুই দিন আগে থেকেই। ইতোমধ্যে ইজতেমা মাঠ অনেকটাই ভরে গেছে। জুমার নামাজের আগেই মাঠ ভরে আশপাশের সড়কগুলোতেও মুসল্লিদের জমায়েত হবে বলে আশা করছেন আয়োজকরা।.

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ হুমায়ুন কবির জানান, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের ইজতেমাও সফল করতে সরকারি ৭৫টি সংস্থা একযোগে কাজ করছে। তারা ইজতেমার প্রথম পর্বের ময়লা-আবর্জনা সরিয়ে পুরো ময়দানকে উপযোগী করে তুলছেন। এজন্য ময়দানে তাবলিগের কর্মীরা বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। দ্বিতীয় পর্বের ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান জানান, গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তা করা হচ্ছে।

এছাড়া অসুস্থ মুসল্লিদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশনসহ সরকারি সব দফতর সার্বক্ষণিকভাবে সেবা প্রদানে ব্যস্ত সময় পার করছে।

গত ১২ থেকে ১৪ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।