তাহিরপুর সীমান্তে কয়লার ডিপোতে বন্দি মেঁচো বাঘ

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৮

নিজস্ব প্রতিনিধি : ওপারেরর মেঘালয় পাহাড় থেকে খাদ্যের সন্ধানে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের কয়লার ডিপোতে এসে খাঁচায় বন্দি হল মেঁচো বাঘ। উপজেলার চারাগাও সীমান্তবর্তী সংসার পাড়ের একটি কয়লার ডিপোতে শুক্রবার ভোররাতে ওই মেঁচো বাঘটিকে খাঁচায় বন্ধি করা হয়।’
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চারাগাঁও শুল্ক ষ্টেশন থেকে জামালপুর গ্রামের আবদুল আজিজের ছেলে মোশারফ হোসেন নামের এক শ্রমিক কয়লা পরিবহন করার সময় শুক্রবার ভোররাতে সীমান্তবর্তী সংসার পাড়ের একটি কয়লার ডিপোতে গেলে বাঘটি তাকে আক্রমনের জন্য তেড়ে আসে।’ মোশারফ কোন উপায় না দেখে আত্বরক্ষার্থো কয়লার বস্তা দিয়ে ঝাপটে ধরে বাঘটিকে আটক করে বাড়ি নিয়ে এসে খাঁচায় বন্দি করেন।’ এদিকে বাঘ আটকের খবর পেয়ে সকাল থেকেই আশে পাশের গ্রামের উৎসুক লোকজনের ভাড় বাড়তে থাকে মোশারফের বাড়িতে। পরে সন্ধায় ও্ই মেঁচো বাঘটিকে উপজেলার শ্রীপুরের ধলইরগাঁও বিট কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। ’
সুনামগঞ্জ বন বিভাগের ধলইরগাঁও বিট অফিসার বিরেন্দ্র কিশোর রায় শুক্রবার বলেন, খাদ্যের সন্ধানে মেঁচো বাঘটটি হয়ত লোকালেয়ে এসে পড়েছে, এটিকে বনবিভাগের ভাষায় বন বিড়াল বলা হয় কিন্তু স্থানীয় ভাবে মেঁচোবাঘ হিসাবেই বেশী পরিচিত।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..