সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৮
মো:তামিম আহমেদ পাবেল,গোয়াইনঘাট থেকে : সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, প্রবীণ রাজনীতিবীদ, ৫নং আলীরগাঁও ইউনিয়ন বিএনপির একাধিক বারের সভাপতি জনাব ওয়ালী উল্লাহ এর ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৭.২০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।এদিকে, প্রবীণ এই রাজনীতিবীদের মৃত্যূতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ কারীরা হলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য পৃযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সিলেট ৪-আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ৪-আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম,সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি গোয়াইনঘাট উপজেলা পরিষদের বার বারের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইব্রাহিম আলী ও সেক্রেটারী (আলীরগাঁও ইউপি চেয়ারম্যান) আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা বিএনপি‘র সভাপতি হাজী ওসমান গণি, সেক্রেটারী ভাইস চেয়ারম্যান শাহ-আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমেদ,লেঙ্গোড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আহমেদ, রস্তমপুর ইউনিয়নে চেয়ারম্যান শাহবুদ্দিন শিহাব ও তোয়াকুল ইউনিয়নের চেয়ারম্যান খালেদ আহমদ,পশ্চিম জাফলং ইউনিয় বিএনপি‘র সভাপতি জালাল উদ্দিন,উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রদল নেতা,পান্না,মনজুর আহমদ,সাইদুল ইসলাম,নজমুল ইসলাম,আব্দুল মান্নান প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd