গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে কোয়ারীতে পে-লোডারের ধাক্কায় আতাউর রহমান (৩২) নামের আরও এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা যায় , নিহত আতাউর রহমান কোয়ারীতে পাথর শ্রমিকের কাজ করতেন। সোমবার বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার সময় পাশের কোয়ারীতে থাকা একটি পে-লোডারের ব্রেইক ফেইল করলে তাকে পিছন থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
সোমবার (০৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে দিবাগত রাত ১টায় গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বিষয়টি মুটো ফোনে নিশ্চিত করেছেন।