গর্ভ ভাড়া দেবেন ঐশ্বরিয়া!

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৮

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চন নাকি এবার ‘সারোগেট’ মা হচ্ছেন! অর্থাৎ ‘গর্ভ ভাড়া’ দিয়ে সন্তানের জন্ম দেবেন  সাবেক এই বিশ্ব সুন্দরী! তবে বাস্তবে নয়, সিনেমায় ‘সারোগেট মা’ হচ্ছেন বচ্চন পরিবারের পুত্রবধূ।

বলিউড সূত্রের খবর, আগামী ছবি ‘জেসমিন’-এ একজন সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। সিনেমাটিতে ভারতে ‘গর্ভ ভাড়া’ দেওয়া একাধিক মায়েদের জীবনের গল্প তুলে ধরা হবে। এসব মায়েরা কিভাবে অর্থের জন্য প্রথমে গর্ভ ভাড়া দেন এবং ৯ মাস গর্ভে রাখার পরও নিজ সন্তানকে অন্যের হাতে তুলে দেন, সেই গল্পই তুলে ধরা হবে।

বর্তমানে ‘ফেনি খান’ এবং ‘রাত অউর দিন’ সিনেমার রিমেক নিয়ে ব্যস্ত অ্যাশ। শোনা গেছে, ‘রাত অউর দিন’ রিমেকের জন্য নাকি ১০ কোটি পারিশ্রমিক দাবি করেছেন তিনি। তার মানে এখনও দাপটের সঙ্গেই বলিউডে বহাল আছেন ঐশ্বরিয়া। সূত্র: জিনিউজ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..