সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের আগেই আগামী ৩০ জানুয়ারি সিলেট সফরে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এছাড়া বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন এবং জনসভায় বক্তব্যও রাখবেন।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সিলেটের সকালকে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ । কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানও বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, যেসব বিভাগে সিটি করপোরেশন নির্বাচন হয়নি, সেগুলোর তফসিল ঘোষণার আগেই চলতি মাসের শেষ সপ্তাহ থেকে সফর শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ করারও নির্দেশ দেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd