শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৪

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৮

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের বিজিবি ক্যাম্পের ভেতরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে চার জন আহত হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহত দুই বিদেশি নাগরিকসহ চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তাররা জানিয়েছেন, আহত চার জনকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে দুইজন বিজিবি কর্মকর্তা, বাকি দুইজন বিদেশি নাগরিক। আহত বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট মেহেদী ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ফরহাদ। হাসপাতালের রোগী ভর্তি রেজিস্ট্রারে বাকি দুইজনকে বিদেশি নাগরিক হিসেবে উল্লেখ করা হলেও তাদের নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি।

জানা গেছে, আহতদের মধ্যে বিদেশি দুই নাগরিককে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত আরও একজনকে ভর্তি করা হয়েছে সেখানে।

শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বেরুল ইসলাম বলেন, হেলিকপ্টারটি বিমান বাহিনীর। দুর্ঘটনায় সার্জেন্ট ওমর, সার্জেন্ট জাহিদ ও সার্জেন্ট রেজাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান বলেন, বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে আছেন।

সূত্র জানায়, হেলিকপ্টারটি শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পের হেলিপ্যাডের ১০০ ফিট দূরে জরুরি অবতরণ করে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..