বিশ্বনাথে জিপিএ-৫ পাওয়ায় বিমানযাত্রা পুরস্কার

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলার আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের  তিন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায়  বিমানযাত্রার পুরস্কার পেয়েছে। শিক্ষার্থীরা হচ্ছে ঐই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ফারজানা রুলি রানী চন্দ্র, মরিয়ম তাসনীম মীম ও আমিনা বেগম।

রোববার পূর্ব  ঘোষণা অনুযায়ী তাদের হাতে সিলেট টু ঢাকা  বিমান টিকেট পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম।

স্কুল ও কলেজের অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওলানা জামিল আহমদ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট ইন্সট্রাকর (সাধারণ) প্রাইমারী টির্চাস ট্রেনিং ইন্সটিটিউট পি টি আই মোঃ খসরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দশঘর এন ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায়ী মহব্বত আলী।

বক্তব্য রাখেন আল ইমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলী, মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল কান্তি দাস, ব্যবসায়ী হুশিয়ার আলী, শানুর আলী, স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. কামাল হোসেন, শিক্ষক সুহেল মিয়া, আল-আমিন, রুবেল আহমদ, রুজেল আহমদ, শাহিন আলম, জাকির হোসেন, রফিকুল ইসলাম, হোসাইন আহমদ রাজন, শিক্ষিকা রাজিয়া সুলতানা, শিহাব আহমদ, নাসির উদ্দিন, জুয়েল আহমদ, প্রিয়াংকা রানী দেব, শেফালী বেগম। অনুষ্টানের শুরুতে ক্বিরাত পাঠ শিক্ষার্থী আনসারী ও গীতা পাঠ করেন সুবর্ণা চন্দ্র। হামদনাত পরিবেশন করেন শিক্ষার্থী হামিদা বেগম। এ সময় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..