নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে ৫৬০ ভোট পেয়ে তালা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন জামাল আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্ধী আয়াজ আলী টিউবওয়েল প্রতিক নিয়ে ৪৪২ ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে আপেল প্রতিক নিয়ে আলকাছ আলী পেয়েছেন ৩৫৪ ভোট, মোরগ প্রতিক নিয়ে রমজান আলী পেয়েছেন ৩৪২ভোট ও ফুটবল প্রতিক নিয়ে জামাল উদ্দিন পেয়েছেন ২৮২ ভোট।
আজ বৃহস্পতিবার উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উপ-নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। স্থানীয় দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৮টি বুথে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন ওয়ার্ডের ২৮৯০জন ভোটারের মধ্যে ২০১১ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার। নির্বাচনকে সুষ্ঠ করতে মোতায়েন করা হয়েছিল আইন শৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তবে নির্বাচনকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খুব শান্তিপূর্নভাবেই ভোটাররা ভোট দিয়েছেন বলে জানায় তারা। ভোটাররা বলছেন, কোনরকম বাধা বিপত্তি ছাড়াই শান্তিপূর্ন পরিবেশ ভোট দিয়েছেন তারা।
এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার বলেন, উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে জামাল আহমদ (তালা প্রতিক) নিয়ে ৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাজ উল্লা চলিত বছরের ৩ জুলাই ইউপি পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে হাতাহাতির ঘটনা থামাতে গিয়ে মৃত্যু হওয়ায় তার পদটি শূন্য হয়ে যায়। এ পদটি পূরণে এ ওয়ার্ডে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।