সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে গত ৩ ডিসেম্বর শ্রীপুর পাথর কোয়ারীতে দখল নিয়ে হামলায় প্রবাসী হোসেন আহমদ নিহতের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়া হচ্ছে।এ ঘটনায় মামলার বাদী আমিন আহমদ নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী করেছে।ডায়েরী সূত্রে জানা যায় গত ৩ডিসেম্বর শ্রীপুর পাথর কোয়ারী দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী বাহিনীর হাতে নির্মম ভাবে খুন হয় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লামা মহাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম মর্তুজ আলী মেম্বারের ছেলে প্রবাসী হোসেন আহমদ। এঘটনায় নিহতের ভাই আমিন আহমদ বাদী হয়ে গত ৬ডিসেম্বর জৈন্তাপুর মডেল থানায় লিয়াকত আলীকে প্রধান আসামী করে ৭৭জনের নামে এবং ৭/৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। মামলা দায়ের পর হতে হত্যাকারীরা মামলার বাদীকে নানা ভাবে মামলা তুলে নিতে চাঁপ প্রয়োগ ও হুমকি প্রদান করে আসছে। ২৩ ডিসেম্বর মামলার বাদী নিহত হোসেন আহমদের ভাই আমিন আহমদ নিজের নিরাপত্তা চেয়ে হত্যা মামলার অজ্ঞাত আসামী উপজেলার হরিপুর গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল আরমান(২৩) এর নাম উল্লেখ করে জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরী জিডি করে (যাহার নং-৮৬৭, তারিখঃ ২৩/১২/২০১৭)।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd