সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে ছাতক উপজেলার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় চার জন নিহত হওয়ার সত্যতা সিলেটভিউ২৪ডটকমকে নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ।
নিহতরা হচ্ছেন- তোফায়েল (২৭) রাজু (৩৫) তারেক (২৭) ও শাহজাহান (৩২)।
জানা যায়, ছাতকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেটকারযোগে চার যুবক সিলেটের টুকেরবাজারে আসছিলেন। পথিমধ্যে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর নামক এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চার যুবক নিহত হন।
খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd