সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:51 AM, December 10, 2017
Sharing is caring!
সোহাগ হাসান উকিল : মালয়েশিয়া প্রবাসি ১০ বাংলাদেশির নগদ মালয়েশিয়ান রিংগিত নিয়ে পালিয়ে গেছে মোহাম্মদ আলী নামের এক বাংলাদেশি।
জানা গেছে,ঈদল আজহা উপলক্ষে আগষ্ট মাসের বেতন বাংলাদেশে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়ার কথা বলে ঐ সকল প্রবাসিদের কাছ থেকে নগদ রিংগিত নিয়ে পালিয়ে যায়।পলাতক মোহাম্মদ আলীর বাড়ি টাংগাইলে।
প্রতারিত হওয়া প্রবাসিরা অভিযোগ করেন,মোহাম্মাদ আলী মালয়েশিয়ার”ইপু”নামক এলাকায় থাকতো।সেখানে তিনি সবজি বাগানে কাজ করতো।
তার অধীনে থাকা ৫ প্রবাসি বাংলাদেশির ১ মাসের বেতন এবং নিকটতম আরও ৫ প্রবাসি বাংলাদেশিদের কাছ থেকে মোট ২০ হাজার ৪০০ রিংগিত নিয়ে পালিয়ে যান।
প্রতারিত হওয়া ১০ বাংলাদেশীর মধ্য ৫ জনের নাম জানা গেছে।তারা হলেন,যশোরের শহিদ,বগুড়ার রেজাউল ও আজিজ,কুষ্টিয়ার জনি এবং নরাইলের খায়রুল।
প্রতারিত হওয়া প্রবাসিরা পলাতক মোহাম্মদ আলীর সন্ধান এবং সবার সহযোগীতা কামনা করছে।
………………………..
Design and developed by best-bd