নগরীর আম্বরখানার ফুটপাথ হকারদের দখলে

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৭

ক্রাইম ডেস্ক : সিলেট নগরীর আম্বরখানা বাজার হকার বাজারে পরিনত হয়েছে । স্থানীয় হোটেল পলাশের মুখ থেকে শুরু করে পয়েন্টের পূব’ দিকে লোহারপাড়া মুখ হয়ে দক্ষিণ দিকে দরগাগেইট পয’ন্ত ও পশ্চিম দিকে দশ’ন দেউড়ী ; পুরো এলাকায় তিল ধারণের ঠাঁই নেই। এখানকার চলাচলের ফুটপাথ নানা ধরণের হকারদের দখলে চলে গেছে । রাস্তা-ফুটপাথের প্রতি ইঞ্চি জায়গা অস্থায়ী দোকানপাটে ঠাসা।দুপুর গড়ালেই আম্বরখানা মোড় ক্রেতা-বিক্রেতা-পথচারীর ভিড়-ভাড়াক্কায় শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে ।তখন যান চলাচল দূরের কথা; হেটে চলাচলও কঠিন হয়ে পড়ে। স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের ফুটপাথ দিয়ে হাটা দায় হয়ে দাড়ায়। ফুটপাথের উপরে অসংখ্য পান সুপারী দোকান, কলার দোকানের সারি সারি ভ্যান, রাস্তা জুড়ে সবজি বাজার , ভ্রাম্যমান ফাস্ট ফুডের দোকান, আম্বরখানা মসজিদের প্রবেশ মুখে ফুটপাতের মধ্যে টুপি আতরের দোকান, এয়ারপোট’ ভি আই পি রোডে সি এন জি অটো রিক্সার বেসামাল দখল । একই অবস্থা আম্বরখানা পয়েন্টের বন্দরমুখী রোডের ও সুনামগঞ্জমুখী রোড । আম্বরখানা মসজিদের দক্ষিন গেইটে চাউলের ঝুড়ি নিয়ে বসা সারি, আপেল কমলার অসংখ্য দোকানী, পয়েন্টের পূব’-দক্ষিণে সিটি কপো’রেশনের পরিত্যাক্ত জায়গার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়া আবজ’না। সেই সাথে পাঁচ মিনিট পর পর ট্রাফিক জ্যাম । আম্বরখানার এই অসহ্যকর অবস্থা প্রতিদিনের। জনমতে প্রকাশ, দৈনিক তোলা অনেক টাকার বখরাবাজি নাকি তিন শতাধিক এই অবৈধ হকার বাজার জিইয়ে রেখেছে। অভিযোগ রয়েছে, দোকান পাট থেকে তারা দিনভিত্তিক চাঁদা তুলে থাকেন। ফুটপাথ দখল, রাস্তায় দোকান বসানো, চাঁদাবাজি, ট্রাফিক জ্যাম সব কিছুই ঘটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির দায়িত্বভুক্ত দেড়শ গজের মাথায় । কিন্তু, কোন প্রতিকার নেই । ফলে জন দুভো’গ চরম আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে মুক্তির উপায় খোঁজতে কয়েকদিন আগে আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটি এক মতবিনিময় সভার আয়োজন করে । এতে সিলেট সিটি কপো’রেশনের মেওর আরিফুল হক চৌধুরীও উপস্থিতি ছিলেন । অনুষ্ঠিত সভায় হকার উচ্ছেদ ও জ্যামমুক্ত আম্বরখানা গড়তে সবাই একমত হন। “ফুটপাথ যাত্রী সাধারণের- হকারদের না” এই শ্লোগানে পরদিন দুপুর থেকে অভিযান শুরু হয়। এতেও আরিফুল হক চৌধুরী নেতৃত্ব দেন। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি । হকারদের কোন টনক নড়েনি । অভিযানের পরদিনই সেই আগের পরিস্থিতি লক্ষ্য করা যায়। গত ৪/৫ দিন থেকে সি এন জি অটোরিক্সা চালক, সবজী ও ফল ব্যবসায়ী এবং নানা প্রকৃতির হকারদের বেপরওয়া দখলবাজিতে যাত্রী সাধারণ , এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীগণ অতিষ্ট হয়ে উঠছেন । প্রতিদিন চরম জনদূভো’গ বিরাজ করছে গোঠা আম্বরখানায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..