সিলেট ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেটের নগরীর ওসমানী মেডিকেল রোডে আল সবুজের হোটেলের পিছনে ও মেডিকেলের ২ নং গেইগের সামনে প্রকাশ্যে চলছে ভারতীয় তীর। এই ‘তীর’ খেলার নামে লাভের আশায় প্রতিদিন লাখ লাখ টাকা হারাচ্ছে হচ্ছে জন সাধারণ ।
ভারতীয় ‘তীর’ খেলার স্থানীয় এজেন্টের মাধ্যমে টাকা পাচারের ঘটনা ঘটলেও প্রশাসন এ ব্যাপারে নীবর। পুলিশ প্রশাসন বলছে, তীর খেলার স্থানীয় এজেন্টরা খাতায় নাম্বার লিখে রাখার কারণে তাদের অনেক সময় আটক করা যায় না। তবে তীর খেলা রুখতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে বলে পুলিশ দাবি করছে। মেডিকেল এলাকাজুড়ে দুটি স্থানে এই তীর খেলা নিয়ন্ত্রণ করছে পাঁচ জন এজেন্ট তারা হলেন নগরীর ভাতালীয়ার শাহজান তার ছোট ভাই রুবেল, আব্দুল্লাহ,সুমন, দুলাল । আর তাদের মাধ্যমে থানা ও লামাবাজার ফাঁড়ির পুলিশসহ সংশ্লিস্টদের হাতে পৌছে যাচ্ছে ভাগবাটোয়ারা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd