সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর ভারত থেকে কয়লা আমদানী পুণরায় চালু হয়েছে। দীর্ঘদিন কয়লা আমদানী বন্ধ থাকায় দেশের ইটভাটাগুলোতে জ্বালানী সংকট চরম আকার ধারণ করেছিল। সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় বৃহস্পতিবার থেকে সিলেটের সুতারকান্দি এলসি স্টেশন দিয়ে কয়লা আমদানী পুণরায় চালু হয়।
বৃহস্পতিবার কয়লাবাহী ১২টি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।
পুণরায় কয়লা আমদানী চালু হওয়ার সময় উপস্থিত ছিলেন- সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি মো. এমদাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
দীর্ঘদিন পর কয়লা আমদানী পুনরায় চালু হওয়ায় সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd